কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকদ্রব্যসহ আটক ২

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ী থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ২ জন যুবককে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

উক্ত অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান ওরফে জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়ার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।