কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে বসে পা দোলাচ্ছিল যুবক, ২ ঘণ্টার পর উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া এক যুবককে ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভরাসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

কুমিল্লার ফায়ার সার্ভিস লিডার জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া যুবকের নাম নাসির উদ্দীন। সে তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।