কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় মাদকদ্রব্যসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক হওয়া মাদক কারবারি সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত. আব্দুস সাত্তার সরকারের ছেলে।

রোববার কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।