বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়,যুবলীগের কেন্দ্র ঘোষিত সারাদেশের ন্যায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপঝাড় ও বসত বাড়ীতে আয়োজিত যুবলীগের এ ডেঙ্গু প্রতিরোধের অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে.এম কামরুল হাসান তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সজিব মুন্সি,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান,যুবলীগ নেতা শাহপরান প্রধান,মো: সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।