কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৃদ্ধাকে (৬৫) ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ায় ব্রিজের নিচে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিঠু কর (২০) ও পরেশ করের ছেলে পলাশ কর (২২)।

পুলিশ জানান, রোববার আনুমানিক দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগান সংলগ্ন পানির ছড়ায় গোসল করতে যান ওই বৃদ্ধা। এ সময় আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা দুই যুবক ওই বৃদ্ধাকে মুখ চেপে ধরে ছড়ার ব্রিজের নিচে বালুর ওপর নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

পরে বৃদ্ধাকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা অতিকষ্টে জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে গিয়ে তার কাছে ঘটনাটি জানান। তখন মোস্তফা মিয়াকে অভিযুক্তদের বাড়িতে নিয়ে গেলে মোস্তফা মিয়া তাদের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র জানান, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে আজ আদালতের মাধ্যমে করে কারাগারে পাঠানো হয়েছে।