কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে সম্পর্ক: দুই মাসে এক কলেজের ২০ ছাত্রীর পালিয়ে বিয়ে

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৩১, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্পর্ক গড়ে দুই মাসে বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ ছাত্রী পালিয়ে বিয়ে করেছেন। কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার অধ্যক্ষ জানান, ‘চিতলমারীতে শতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যায়। আবার অনেকে কলেজ ও কোচিং সেন্টারে আসার নামে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটায়। তাই কলেজ টাইমে কোচিং সেন্টার চালানো বন্ধ করা উচিত।’

অধ্যক্ষ মো. বাবুল মিঞা জানায়, ‘অনেকে সম্মানের জন্য সত্য কথা স্বীকার করেন না। তবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। উঠতি বয়সী মেয়েরা প্রলোভনে পড়ে প্রেমের সম্পর্ক গড়ে পরিবারের অজান্তেই পালিয়ে যায়। জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে এই কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।’

তিনি জানায়, কিছুদিন আগে এক পেয়েকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। কিন্তু মাত্র সাত দিনের মাথায় আবার সে পালিয়ে যায়। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই প্রয়োজন।

মোবাইল ফোন ও ফেসবুক ব্যবহারের বিষয়টি খুবই উদ্বেগের বলে মনে করেন অধ্যক্ষ।