কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় চৌদ্দগ্রাম ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম থানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার সাকিম চকলানপুর গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কেচকিমুড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল মালেক (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চৌদ্দগ্রাম থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।