কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক করেছে র‌্যাব

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৫, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ কাউছার হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর উপ-পরিচালক স্কোয়ড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সালমানপুর এলাকায় অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে আগ্নেয়াস্ত্র’সহ কাউছার হোসেন নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময়ে গ্রেফতারকৃত আসামীর দেহ ও তার সাথে থাকা প্রাইভেটকার তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কাউছার কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সালমানপুর গ্রামের মৃত আঃ আজিজ এর ছেলে। এসময় আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আধিপত্য বিস্তার করে। সে বিভিন্ন সময়ে জব্দকৃত অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে বলে স্বীকার করেন।

এ ঘটনায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।