কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পার্কে তরুণীকে পিটিয়ে হত্যা!

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৮, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাজধানী দিল্লিতে এক তরুণীর মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দিল্লি পুলিশ জানায়, মালবীয় নগরের একটি পার্কে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়ে ছিল একটি লোহার রড। ২৫ বছর বয়সী তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর এনডিটিভির।

মালবীয় নগরের বিজয় মণ্ডল পার্কে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিথর দেহের পাশ থেকে একটি রডও উদ্ধার করা হয়। তরুণীর দেহে, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। সেই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তরা।

মরদেহের পাশে পড়ে থাকা রডটিও নিয়ে যায় পুলিশ। সেই রডে কারও হাতের ছাপ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।

পুলিশ জানায়, দিল্লির কমলা নেহরু কলেজের ছাত্রী ওই তরুণী এক সঙ্গীর সঙ্গে পার্কে আসেন। সঙ্গীর নাম ইরফান। তাদের মধ্যে বিয়ের প্রস্তাব চলছিল। কিন্তু ইরফানের চাকরি না থাকায় বিয়ের প্রস্তাব মেনে নেয়নি মেয়েটির পরিবার। ইরফানকে তরুণী জানিয়ে দেয় আর যোগাযোগ না রাখার কথা। এতে ক্ষিপ্ত হয়ে তরুণীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।