কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনার দায়ে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৪, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান পদত্যাগ করেছেন। বেপরোয়া ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও গ্রেফতার এড়ানোর চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর সোমবার তিনি পদত্যাগ করেন। এর মাধ্যমে নির্বাচনী বছরে মন্ত্রিসভা ছেড়ে দেওয়া চতুর্থ কিউই মন্ত্রী হলেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি সড়ক দুর্ঘটনার জন্য অ্যালানকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানায়, কিরি অ্যালান তাৎক্ষণিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

এক সংবাদ সম্মেলনে কিউই প্রধানমন্ত্রী জানায়, অ্যালানের বিরুদ্ধে সড়ক মোটর গাড়ির বেপরোয়া ব্যবহার ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে থানায় না যেতে চাওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার নিঃশ্বাসে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি সনাক্ত হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে একটি নোটিশও পেয়েছেন কিরি।

এক বিবৃতিতে অ্যালান জানান, সাম্প্রতিক আমি বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছি। আমি সেগুলো ঠিকমতো মোকাবিলা করার জন্য সময় নিচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল, একজন মন্ত্রী হওয়ার চাপের পাশাপাশি আমি সেই চ্যালেঞ্জগুলো ভালোভাবেই মোকাবিলা করতে পারবো। ওই সড়ক দুর্ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

সূত্র: দ্য গার্ডিয়ান