কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৫, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পরকীয়ার জের ধরে প্রবাসী স্বামী দেশে ফেরার ১৫ দিন পরই তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলী গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ১০ বছর আগে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল- তাসলিমা দম্পতির ৯ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

গত ১৫ দিন আগে সাইফুল দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সঙ্গে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে বলে দাবি করেন। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

বুধবার ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্বামী সাইফুলসহ পরিবারের লোকজন এসে তাকে সিলিং থেকে নামায়।

নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।