কুমিল্লাসোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ধনী যারা

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৫, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০২৮ জনে, যা গত বছরের তুলনায় ২৪৭ জন বেশি।

তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (২১৬ বিলিয়ন ডলার)। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থান দখল করেছেন।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং লুই ভিটনের মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।

৯৪ বছর বয়সী বিনিয়োগবিদ ওয়ারেন বাফেট ১৫৪ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। এরপরই রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা এবং মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বলমার।

বর্তমানে বিশ্বের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১৬.১ ট্রিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২ ট্রিলিয়ন ডলার বেশি।

দেশভিত্তিক বিশ্লেষণে, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে (৯০২ জন)। দ্বিতীয় স্থানে চীন (৫১৬ জন) এবং তৃতীয় স্থানে ভারত (২০৫ জন)।

সূত্র: ফোর্বস