কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বে না খেয়ে মারা গেল ৮ দিনের শিশু

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২০, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ফতুল্লায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বে না খেয়ে আট দিনের কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফতুল্লার শাসনগাঁও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়াটিয়া বাসায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠান।

জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজীব হোসেন সঙ্গে তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। একপর্যায়ে ১৪ মাস বয়সী ছেলে ও আট দিন বয়সের কন্যাসন্তান রেখে ফারজানা তার বোনের বাসায় চলে যায়। এরমধ্যে ছেলেকে খাওয়ালেও কন্যাকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজীব। পরের দিন বুধবার রাতে আট দিনের কন্যা নিথর হয়ে পড়লে রাজীব তার স্ত্রীর কাছে নিয়ে যায়।

ফারজানা জানায়, তার স্বামী রাজীব দুইটি শিশু সন্তান রেখে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন মৃত সন্তান নিয়ে তার কাছে আসেন রাজীব।

রাজীব জানায়, জিদ করে ফারজানা বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে কন্যাসন্তান মারা যায়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।