কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় চকলেট ভেবে খেয়ে ফেললো ইঁদুর মারার বিষ, ৫ শিশু অসুস্থ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে, দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩) এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)।

এদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুদের দাদা মিয়াব আলী জানান, মেরাশানী এলাকায় নিজ বাড়ির পাশে ওই পাঁচ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে হাত ঢুকিয়ে দেয়। গর্তের ভেতরে থাকা ইঁদুর মারার বিষ চকলেট ভেবে তারা খেয়ে ফেলে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

ইঁদুর মারার জন্য পরিবারের লোকজনই গর্তে বিষ দিয়ে রেখে ছিলেন বলেও জানান তিনি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হওয়ার বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।