কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় ১৮ ফার্মেসীকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৯, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা ব্রাহ্মণপাড়া বাজার, টাটেরা ও চান্দলা বাজারে মিস ব্র‍্যান্ডেড ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স বিহীন ফার্মেসীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় ব্রাহ্মণপাড়া বাজারে মা মেডিক্যাল এর স্বত্তাধিকারী এম এ হাসেম কে সাসপেন্ডেড ড্রাগ রাখা, সংরক্ষণযোগ্য ওষুধ ফ্রিজে সংরক্ষণ না করা, মিস ব্র‍্যান্ডেড ও আনরেজিস্টার্ড ড্রাগ রাখার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঐশী মেডিক্যালের পারভেজ আলমকে ৩০ হাজার টাকা, আয়ান মেডিক্যালের স্বত্তাধিকারী আবদুল আলীম ৩০ হাজার টাকা, বিপাড়া মেডিক্যালের মালিক কামরুল হাসানকে ২০ হাজার টাকা, মদিনা মেডিক্যালের মালিক মো: শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা, দিবারাত্রি ফার্মেসীর মেহেদী হাসানকে ৪০ হাজার টাকা, নাদিয়া মেডিক্যালের মালিক মো: একরাম হোসেনকে ৩৫ হাজার টাকা, লাইফ কেয়ার ফার্মার মালিক নেয়ামত উল্লাহকে ১০ হাজার টাকা, আব্দুল্লাহ মেডিক্যাল হলের সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা, সহ আরো দুইটি ফার্মেসীকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

চান্দলা বাজারে মোবাইল কোর্ট চালিয়ে দি নিউ প্রেসপক্রিপশন পয়েন্টের মালিক মশিউর রহমানকে ১০ হাজার টাকা, মিরা ফার্মেসির মালিক মমিনুর রহমানকে ১০ হাজার টাকা, ইবনে সিনা ড্রাগ হাউজ এর মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, সেবা মেডিক্যাল হল এর মালিক ফরিদ উদ্দিনকে ৫ হাজার টাকা, চৌধুরী মেডিক্যাল হলের গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার টাকা, আজাদ ফার্মেসীর মালিক মো: একরামুল হককে ২০হাজার টাকা, ফেমাস ড্রাগ হাউজের আবু নাসিরকে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি), ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।