কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেইল, ধর্ষণের চেষ্টা গ্রেপ্তার যুবক

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৮, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বন্দর থানা এলাকায় প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে এরশাদ হোসেন সানি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) থানার মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত যুবক প্রতিবেশী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একদিন ভুক্তভোগী যুবক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নাস্তা করার সময় ওই নারীর ছবি তোলে। এরপর গত ১৬ জুলাই দুজনে সবশেষ সাক্ষাৎ করেন। এদিন আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে একটি হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে অভিযুক্ত এরশাদ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক জানান, ওই ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।