কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী বিপিএল শুরু করছে বিসিবি

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৩, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এখনও পর্যন্ত সফলই বলতে হবে। ছেলেদের ক্রিকেটে বিপিএলের কার্যকারিতা দেখে এবার নারী বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

রোববার টিম হোটেলে নারী দলের সঙ্গে দেখা করে নারী বিপিএল চালুর ঘোষণা দেন পাপন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব।’

এদিকে ছেলেদের ক্রিকেটে প্রতিবছরই অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেট। বিসিবির এই আসরও বেশ সাড়া ফেলেছে। এখান থেকেও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটের পেশাদার ক্রিকেটে ওঠে এসেছে। ফলে এবার মেয়েদের ক্রিকেটেও স্কুল ক্রিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

মেয়েদের স্কুল ক্রিকেট প্রসঙ্গে পাপন জানান, ‘ছেলেদের স্কুল ক্রিকেটতো আমরা সবসময় করি। কিন্তু মেয়েদের স্কুল ক্রিকেট আমরা এ বছর শুরু করতে চাই। তাতে আরও নতুন নতুন খেলোয়াড় আমরা পাবো বলে আমার মনে হয়।’