দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন বছর খানেক আগেই। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন সামান্থা। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। পাশাপাশি রয়েছে তেলেগু ছবি ‘খুশি’ও। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।
হাতের কাজ সব শেষ করে এবার বছর খানেকের বিরতি নিয়েছেন সামান্থা। আপাতত আগামী এক বছর নিজের স্বাস্থ্যের দিকেই মন দিতে চান অভিনেত্রী। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে চান রুপালি পর্দায়।
সম্প্রতি তাকে দেখা গিয়েছিল এক ধর্মীয় গুরুর আশ্রমে। সেখানে ধ্যানে মগ্ন ছিলেন অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেখা মিলল সামান্থার নতুন রূপ।
এক ঢাল লম্বা চুল একেবারে ছোট করে করে কেটে ফেলেছেন তিনি। ঘাড়ের কাছে এসে ঠেকেছে তার চুলের দৈর্ঘ্য। অসুস্থতার কারণেই কি এই রূপ বদল অভিনেত্রীর? সামান্থার ছবি দেখে অবশ্য তার উল্টোটাই মনে হয়। ছোট করে কাটা চুলেও বেজায় খুশি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের হাসিমুখের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পরনে একটি স্নানপোশাক, আর চোখেমুখে সতেজতার ছাপ। অভিনয় থেকে বিরতি নিয়ে যে বেশ ভাল আছেন তিনি, তা স্পষ্ট তার এই ছবি দেখেই।