কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২০, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের সখীপুরের পাহাড়ি এলাকায় দুর্বৃত্তরা দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বাংলা বাজার বড় চওনা এলাকার আবুল হোসেনের ছেলে মো. শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৮)।

স্থানীয় ইউপি সদস্য ছামাদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, শাহজালাল বাঘেরবাড়ি চৌরাস্তায় মনোহারী দোকান করতেন তারা। সেই দোকান থেকে রাত ১০টার পর তারা বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তাদের কোনো শত্রু ছিল না। ধারণা করা হচ্ছে কোনো মাদকসেবীরা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। শাহজালাল মনোহারী দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর ব্যবসাও করতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।