কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বুড়িচংয়ে ছুরিকাঘাতে রাজমিস্ত্রীকে খুন

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৮, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় বুড়িচংয়ে কামাল হোসেন (৩২) এক রাজমিস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ৬নং ময়নামতি ইউনিয়ন বাজেবহর কাঁঠালিয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে ।

একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে স্থানীয় ইউপির সদস্য ছেলে তুষার নামে এক যুবক মাদকাসক্ত হয়ে রাজমিস্ত্রীকে একাধিক ছুরিকাঘাত করে।   নিহত যুবক বাজেবহর কাঁঠালিয়া এলাকার আ. মজিদ বেগের ছেলে।

পরে স্থানীয়রা দেখে কামালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

খবর শুনে কুমিল্লা পুলিশের সদর সার্কেল ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থলে পুলিশ এর টিম নিয়ে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি ইসমাইল হোসেন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয় সকলের সহযোগিতা চেয়েছেন আসামিদের গ্রেফতার করার জন্য।