কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদক মামলায় শিক্ষকসহ দুজনের যাবজ্জীবন

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২০, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাদক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা (৪২) ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর লেইমসাখালী করল্লা পাড়ার মো. মোবারক হোসেন (২৫)।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জাকির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট জাকির জানায়, ২০১৯ সালের ৭ অক্টোবর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়ির চালক পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে গাড়িটি থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। রোববার ওই মামলার রায়ে দুজনের যাবজ্জীবন সাজা দেয় আদালত।