কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন মারা গেছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুরত আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

বরুড়া উপজেলার ঝালগাও গ্রামে (১ সেপ্টেম্বর) শুক্রবার সকালে এ ঘটনা ঘটছে।

জানা যায়, আবদুস সাত্তার গং জমি চাষ করতে গেলে খোরশেদ আলম গং এতে বাঁধা দেয়। বাধাঁ কে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষ হয়। এতে খোরশেদ আলম (৩২) আবদুস সাত্তার (৫৫) মারা যায়। গুরুতর আহত জয়নাল, মোশাররফ সহ ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।