কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকায় ট্রেনের ধাক্কায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী স্টেশন মাস্টার সুরেশ ক্ষত্রিয়ান।

জানা যায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট রেল সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে গুণবতী স্টেশন মাস্টার জানান, পরিকোট রেল সেতু সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এর সাথে অজ্ঞাত এক ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম জানায়, ‘গুনবতী স্টেশনের পাশের রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’