কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া-গৌরীপুর সড়কে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহীর স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া কালীমন্দির ব্রিজ সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া কচুয়া উপজেলার রহিমানগর জোরাইস গ্রামের আবদুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানায়, সুরমা পরিবহনের একটি বাসের সঙ্গে সামনে থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে আরোহী লতিফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী। আহত ওই নারীকে প্রথমে সাচারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসচালক ও তার সহযোগীরা পালিয়ে গেছেন।

কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সুরমা বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।