কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজছে: হিরো আলম

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২০, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, আমাকে মেরে ফেলা হতে পারে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি বেসরকারি হাসপাতালে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানায়। তিনি বলেন, আমি অসুস্থ হয়ে হাসপাতালে আছি। তবে, এদিন বিকেলে তিনি রামপুরায় নিজের বাসায় ফেরেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম জানায়, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে রামপুরা মহানগর প্রজেক্টে আমার অফিসের সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করে। আমাকে বেরিয়ে আসতে বলে। অফিসের ফটকে ভাঙচুর করেন। এ ঘটনায় আমি আমার জীবন নিয়ে খুবই আশঙ্কায় আছি। আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজছে। এটা আপনাদের মাধ্যমে জানালাম। জীবনের নিরাপত্তা পাচ্ছি না।

কারা হামলা করেছে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা কে বা কারা, আমি জানি না। আমার অফিসের গেট তারা ভাঙচুর করেছে।

নির্বাচনের দিন পেটানোর ঘটনাকে হিরো আলম অন্যায়-অত্যাচার বলে আখ্যা দেন। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো সহায়তা পাননি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানায়, পুলিশের সামনেই আমার ওপর হামলা হয়েছিল, কিন্তু পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। যারা আমার ওপর হামলা করেন, তারা ধরাছোঁয়ার বাইরে।

তিনি আরও জানায়, আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ নেই। বিএনপির সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই, বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে আমি যোগ দিইনি। আমি ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলে যোগ দেব না।