মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এই আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি আত্মহত্যা। রহস্য উদঘাটন করতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। কেনো এভাবে আত্মহনন করলেন মালাইকার বাবা সেই বিষয় অবশ্য এখনও কিছু জানতে পারেনি মুম্বাই পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা। তিনি মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। আপাতত তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, মালাইকা এবং তার বোন অমৃতা দু’জনেই অভিনয়ের সঙ্গে যুক্ত এবং নিজেদের পেশায় যথেষ্ট সফল। কিন্তু হঠাৎ এই খবর পাওয়ায় হতবাক পরিবারের সবাই। এই ঘটনার সময় মালাইকা ছিলেন পুনেতে ৷ এই খবর শোনামাত্রই তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন৷ ইতোমধ্যেই পৌঁছে গিয়েছেন বাড়িতে ৷
মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তার মা জয়েস পলিকার্প একজন মালয়ালি খ্রিস্টান এবং তার বাবা অনিল অরোরা ছিলেন একজন পাঞ্জাবি হিন্দু।