কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“The Next Wave” ভাবনায় TEDxCoU: নতুন চিন্তার তরঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম TEDx-এর দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। এবারের থিম “The Next Wave”, যা ভবিষ্যতের নতুন সম্ভাবনা, চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে। শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), ময়নামতির অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত হয় এই সম্মেলন।

ইভেন্টে ১১ জন স্পিকার বিভিন্ন খাত থেকে অংশগ্রহণ করেন—সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা, সংগীত, উদ্যোক্তা ও গবেষণা। প্রত্যেকে তাঁদের জীবনের অভিজ্ঞতা, স্বপ্ন এবং নতুন যুগ গঠনের ভাবনা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।

প্রধান বক্তাদের মধ্যে ছিলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদোয়ান রনি, গায়ক আসিফ আকবর, লেখক ও সেনাসদস্য ডেল এইচ খান, উদ্যোক্তা এ কে এম লুৎফুর রহমান, গবেষক মোহাম্মদ জাকির হোসেন, ফকির গ্রুপের সিএইচআরও সুমন কান্তি সিংহ, পিসি বিল্ডার্সের চিফ এডিটর অনন্য জামান এবং এআই ইঞ্জিনিয়ার নাঈম হাসান।

ইভেন্টের কো-অর্গানাইজার হুরে জান্নাত অর্ণা বলেন,
আমরা যখন থিম ঠিক করি, ভাবছিলাম আসল পরিবর্তন কোথা থেকে আসে? আমরা বিশ্বাস করি, এটি শুরু হয় একেকটি নতুন ভাবনা বা সাহসী প্রশ্ন থেকে। তরুণ প্রজন্ম এখন পুরনো চিন্তাকে চ্যালেঞ্জ করছে, অনুমতির অপেক্ষা না করেই নতুন কিছু করে দেখাচ্ছে।

লাইসেন্স অ্যান্ড লিড অর্গানাইজার খান মোহাম্মদ সালেহ জানান, এবারের ইভেন্টের ‘X’ ডিজাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধারণ করেছে—বিশ্ববিদ্যালয়ের নীল বাস, প্রধান ফটক, ওয়াচ টাওয়ার, টেরাকোটা ডিজাইন ও ওয়েভ থিমকে একসাথে যুক্ত করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমি এখানে পাঠানো হয়েছি একাডেমিক উৎকর্ষতা ও প্রশাসনিক সংস্কারের জন্য। কিন্তু বছরের পর বছর ধরে বিশ্ববিদ্যালয়টি একটি গোষ্ঠীর একনায়কতন্ত্রে বন্দি। নতুন কিছু করতে গেলে বাধা আসে। আমাদের সমাজে পচন ধরেছে—এটি মনস্তাত্ত্বিক। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার জন্য আজকের যুবসমাজকে চিন্তা ও প্রতিরোধে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, আমি সেই চুয়াডাঙ্গার সন্তান, যেখানে রক্ষীবাহিনীর হাতে হাজারো যুবক নিহত হয়েছে। আজকের প্রজন্মকে সেই না-জানা ইতিহাস জানাতে হবে, বুঝাতে হবে কোথায় থেকে এসেছে অন্যায়ের শেকড়।

২০২৩ সালের ১৭ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় TED-এর অনুমোদন পায় এবং প্রথম TEDx ইভেন্টটি হয় ৩০ সেপ্টেম্বর। TEDx এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে ১৮ মিনিটের বক্তব্যে মানুষ শেয়ার করেন তাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা ও অভিজ্ঞতা—যা সমাজ বদলের অনুপ্রেরণা দেয়।