কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে তালগাছের ডোগা কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামে।

নিহত শ্রমিক আবুল খায়ের (৪০) উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামের মৃত রফিকুল ইসলাম ভুইয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শায়েস্তানগর গ্রামের ফারুক ভূইয়ার তিনচিটা বাড়ির তালগাছের ডোগা কাটার জন্য শ্রমিক হিসাবে যায় আবুল খায়ের। সকাল সাড়ে ৮টায় রাস্তার পাশে বিদ্যুৎতের খুটির পাশে তালগাছে ওঠে ডোগা কাটিতেছিল। বিদ্যুতের তার তালগাছের পিছনে লাগানো ছিল। ডোগা কাটার সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তালগাছের উপরেই মারা যায় এবং তারের সাথে আটকে থাকে। পরে দাউদকান্দি থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থল হতে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। স্বজনদের আবদনের প্রেক্ষিতে নিহত শ্রমিক আবুল খায়েরের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।