মোঃ নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে মো. মাসুদ আলম (৪০) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই হাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে চারটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ভারতীয় চকলেট বাজী ও ব্যাটারী বাজী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৬ হাজার টাকা।
গ্রেপ্তার হওয়া মো. মাসুদ আলম মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া চোরাকারবারি মাসুদ আলমের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।