কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দেশকে ঘোড়ার ডিম দিয়েছে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের আমলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও বিএনপি দেশকে ঘোড়ার ডিম দিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের জানান, ‘বড় বড় কথা বলে। এলিভেটেড, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরও কত কি। মেট্রো যাবে আগারগাঁও থেকে মতিঝিল। বেশি দূরে নয়। হায়রে জ্বালা, অন্তর জ্বালা… অন্তর জ্বালা বাড়ে। তোমরা কি দিলা? দেশ শাসন করলা, হাওয়া ভবনের লুটপাট, পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন (দুর্নীতিতে), সাম্প্রদায়িক গোষ্ঠীর দোসর। তোমরা কি দিয়েছ? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম।’

‘শত সেতু শেখ হাসিনা উদ্বোধন করেছেন। অপেক্ষা করুন, কয়েকদিন পরেই আসছে আরও ১৫০ সেতু। ডেট দিয়ে দিয়েছেন নেত্রী। ১৫০ সেতু একদিনেই উদ্বোধন হবে। বিএনপি নেতারা কোথায় আছ? ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখ? আন্দোলন তো নাই। মাঝে মাঝে আন্দোলনে গ্যাপ দেয়। তখন ঘরে বসে বসে আনন্দে এয়ার কন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখে আর বাইরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে। এ হচ্ছে কাপুরুষ নেতা।’

তিনি আরো বলেন, ‘এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। কি পালিয়ে যায় নাই? তারেক রহমান কি বলে পালিয়েছিল? মুচলেকা দিয়ে, আর রাজনীতি করবে না। অর্থপাচারের জন্য দণ্ড নিয়ে লন্ডন শহরে আছে। সে নাকি বাংলাদেশের বীর নেতা, আন্দোলনের নেতা। এই চোরকে, এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে?’

এরপর সমাবেশস্থল থেকে উচ্চস্বরে নেতাকর্মীরা বলেন, ‘মানে না।’

ওবায়দুল কাদের জানান, ‘চোরা তারেক, তারেক রহমান। বাংলার মানুষ এই লুটপাটকারী, অর্থপাচারকারী, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীকে কোনো দিনও মানেনি, কোনো দিনও মানবে না।’