কুমিল্লার তিতাসে জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা,তাবারুক বিতরন,আলোচনা সভা,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাজীপুরস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গনী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উওর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান ভিপি আক্তার, মাহাবুব আলম সরকার,এমদাদ হোসেন আখন্দ, মোয়াজ্জেম হোসেন মুন্সি,কাজী কবির হোসেন সেন্টু,আক্তার বেপারী,গোলাম মহিউদ্দিন জিলানী, আশরাফুল আলম সরকার,রুবি ইসলাম, কামরুজ্জামান হিরা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য-তোফায়েল হোসেন খান, মো: হেলাল ভূঁইয়া, আক্তারুল হক মাষ্টার,জহিরুল ইসলাম,সাইদুল সরকার বিজয়,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোহর মুন্সি,সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের টিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,সদস্য সচিব মো.ইসমাইল হোসেন,উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শাহজাহান সওদাগর সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন জিলানী। এরপর দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতারা।