ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সৌদি আরবে ওমরাহ সেরে মক্কা থেকে বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পা রাখেন তিনি।
এ সময় সেখানে তার ভক্ত ও শুভাকাঙ্খিরা ফুলের মালা দিয়ে স্বাগত জানায় রাখিকে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে, রাখিকে বরণ করে নিতে ভক্তরা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এসময় বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিরা তাকে রাখি নামে ডাকতেই অভিনেত্রী বলেন, ‘রাখি নয়, ফাতিমা বলুন।’
এরপর উপস্থিত ফটোগ্রাফাররা তাকে বাধ্য হয়ে ফাতিমা বলে ডাকতে শুরু করেন। একজন ব্যক্তি তার গলায় মালা পরিয়ে দিতে এগিয়ে আসতে তিনি থামিয়ে দেন। এরপর তার হাত থেকে মালাটা গ্রহণ করেন রাখি। তবে আরেক নারী তাকে মালা পরিয়ে দিতে আসলে বাধা দেননি তিনি।
এক সাংবাদিক রাখিকে জিজ্ঞেস করেন, তিনি কী কাগজপত্রেও নাম বদল করেছেন কি না। জবাবে রাখি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন, কাগজের নাম বদলের প্রয়োজন নেই।’
গত বছর আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নিজের নাম বদলে রাখেন ‘ফাতেমা’। শেষপর্যন্ত সেই বিয়ে টেকেনি।
সংসার পাতার কয়েক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে আনেন রাখি। এ ঘটনায় জেল খাটেন আদিল। এরপর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি।