ডেস্ক রিপোর্ট:
নৌকা ভ্রমণে গিয়ে জামালপুরের সরিষাবাড়ী চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার শিক্ষক ও ছাত্রীদের নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ স্থানীয়রা বলছেন, শিক্ষা সফরের নামে গানের সঙ্গে শিক্ষক ও ছাত্রীদের নাচ কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না।
সোমবার সকাল থেকে ৩৫ ও ৪০ সেকেন্ডের দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, মুখোমুখি দুইজন বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে নাচানাচি করছেন। আর তাদের ঘিরে ছাত্রীরাও গানের তালে তালে হৈ-হুল্লোড় ও নাচানাচি করছেন। কেউ কেউ বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। সঙ্গে শিক্ষার্থীরা অনবরত হাততালি দিয়ে যাচ্ছেন।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একজন ‘নাগিন ড্যান্স’ দিচ্ছেন। আর ছাত্রীরা তাকে ঘিরে হৈ-হুল্লোড় করছেন।
ছড়িয়ে পড়া ভিডিওটি সিফাত হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে, এতে তিনি লিখেছেন, ‘যাত্রা এবং ঢোল বাদ্যযন্ত্র ইসলাম পরিপন্থী কাজ। গান বাজনা হলো হারাম। মাদরাসা হলো নবীর ঘর। আজ যা দেখলাম মাদরাসার হুজুর এবং জেনারেল শিক্ষক মিলে যে আয়োজন করেছেন তা ইসলামের ক্ষতির উদ্দেশ্যে এদের কাজ। এর জন্য দায়ী এলাকার প্রতিটি পরিবার। যাই হোক মুসলমান হিসেবে একটা দাবি এটার একটা বিচার হওয়া দরকার। আজ মাদরাসায় গান-বাজনা হলে কাল মাদরাসা মাঠে যাত্রাও হতে পারে।’
সূত্র জানায়, সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা পাঁচকাদা বিল থেকে নবাব আলী দাখিল মাদরাসার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী সিরাজগঞ্জের ইকোপার্কের উদ্দেশে রওনা হন। এ সময় নৌকায় উচ্চস্বরে গান বাজানো হলে সেই গানের তালে নাচতে শুরু করেন মাদরাসার কয়েকজন শিক্ষক ও ছাত্রী। এ সময় প্রতিষ্ঠানের সুপার ইদ্রিস আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। অশালীন অঙ্গ ভঙ্গির এমন নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষকদের শাস্তির দাবি জানান এলাকাবাসী।
তবে বিষয়টি নিয়ে চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার সুপার ইদ্রিস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বিষয়টি একটি গর্হিত কাজ। মাদরাসা শিক্ষক-ছাত্রী এভাবে কখনোই নাচানাচি করতে পারেন না। এ ধরনের কাজ মোটেই গ্রহণযোগ্য না। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: জাগো নিউজ২৪