কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৮, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহত শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, রোববার নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় খবর পেয়ে ডুবুরি ও স্পেশাল রেসকিউ টিম মিলে আমরা রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছিলাম। সোমবার সকালে ঘরের সামনের নালাতেই ওই শিশুটির মরদেহ পাওয়া যায়।