কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করলেন গৃহবধূ

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৩, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ মসজিদ গলি এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে মোছা. নিশাত আন্নু (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রানা মিয়া জানায়, আমার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বকাঝকা করলে সে ঘরে গিয়ে আমার দেড় বছরের ছেলেকে নিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।