কুমিল্লার চৌদ্দগ্রামে নৌকাডুবিতে ভাই বোনের মৃত্যু ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ই আগষ্ট) কুমিল্লা খাটরা গ্রামের ডাকাতিয়া নদীতে এই ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
নিহতরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের ছেলে মো: তানভীর রহমান এবং মেয়ে অনামিকা রহমান অরন্যা (২০)।
মো: তানভীর রহমান এসএসসি পরিক্ষা দিয়েছিল এবং অনামিকা রহমান মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায় তানভীর ও অনামিকা শুক্রবার (১৮ই জুলাই) সকালে ঢাকা থেকে চৌদ্দগ্রাম থানার ১২নং গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের তাদের নানা আবুল হাশেমের বাড়িতে বেড়াতে আসেন।
বিকেলে নানা বাড়ি থেকে আপন দুই ভাই বোন এবং মামাতো চাচাতো ভাইবোনসহ মোট ৫ জন নৌকাযোগে খাটরা গ্রামের ডাকাতিয়া নদীতে যায়। পরবর্তীতে প্রবল বাতাসের কারণে নৌকা উল্টে পানিতে ডুবে গেলে তাদের ৫ জনের মধ্যে ১ জন ছেলে ও ২ জন মেয়ে সাতাঁর কেটে পাড়ে আসতে সক্ষম হয়। কিন্তু আপন ভাই-বোন তানভীর ও অনামিকা সাঁতার না জানার কারণে উঠে আসতে পারেনি।
উদ্ধার হওয়া ৩ জনের মাধে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকেলে তানভীর রহমান মৃত অবস্থা উদ্ধার করে। তার ঘন্টাখানেক পর অনামিকা রহমান অরন্যা কে মৃত উদ্ধার করে।
এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, দুইজনের লাশই উদ্ধার হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।