কুমিল্লা নাঙ্গলকোটে অর্থমন্ত্রীর জন্য ভোট চেয়ে ভাইরাল হওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকতা ( ওসি) মো: ফারুক হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।
তিনি জানান, ওসি ফারুক হোসেনকে পুলিশ লাইনে লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপার স্বাক্ষরিত এ আদেশ জারী করা হয়। নাঙলকোট থানার ওসি হিসেবে জেলার সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী কে বদলী করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট জাতীয় দিবসের অনুষ্ঠানে অর্থ মন্ত্রীর জন্য ওসির ভোট চেয়ে দেয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল হওয়া বক্তব্যে ওসিকে বলতে শুনা যায়, ” উপজেলার মানুষ গণহারে উনাকে (অর্থমন্ত্রী) ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল, না বিদ্যুৎ ছিল না উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পেঁৗছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন। ওসির বক্তব্যের সময় একপর্যায়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের ভূয়সী প্রশংসা করে পুনরায় তাকে নির্বাচিত করতে বলেন। এসময় অনেকেই ওসির ওই বক্তব্য মোবাইলে ধারণ করেন। পরে তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম।
ওসির ওই বক্তব্যে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও বিব্রত হন।