কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যার পর লাশ রাস্তায় ফেলে পালালেন স্বামী

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৮, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. হাসান আলী পলাতক রয়েছে।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হাসান আলী সবসময় স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। বৃহস্পতিবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান আলী।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান খাদিজা। সন্ধ্যার পর তার মরদেহ দাদপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।