কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৮, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বাঁশখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াহান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের আশি ঘরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুর মামা মো. মিজানুর রহমান জানায়, সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ইয়াহান। খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ৯টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাউছার আখতার জানান, সকালে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দেখা যায়, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।