কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাথুরুসিংহ কী পরামর্শ দিলেন তানজিদ তামিমকে?

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৮, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সর্বশেষ ইর্মাজিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। জাতীয় দলের ক্যাম্পে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করা নিয়ে জানালেন প্রতিক্রিয়া। এ ছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়ে নিজের অনুভূতির কথাও লুকোলেন না তরুণ এই ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলছিলেন, ‘প্রথমত, আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে প্রথমবার কাজ করছেন তামিম। টাইগার এই প্রধান কোচও দিয়েছেন টোটকা, ‘জাতীয় দলে আসার পর কোচ বলছেন, তুমি এতদিন যেভাবে খেলে এসেছ, তোমার সহজাত খেলা যেটা, সেটাই খেলবে। উনি বলছেন যে তোমার যদি নিজের কোনো সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে। উনি সব সময় প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ, তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। এদিক থেকে বলব ভালো।’