দুই মামা তাদের মাদকাসক্ত ভাগ্নে লাবু হোসেন লিমনকে (২৫) শাসন করতে গিয়ে পিটিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে নিহত লাবু হোসেনের মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে বুধবার (১৬ আগস্ট) দিনগত রাতে দিনাজপুরের লক্ষ্মীপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লাবু একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছিলেন লাবু।
হত্যাকাণ্ডের ঘটনায় লাবুর দুই মামা হাসমত আলী হাসু (২৬) ও হায়দার আলীকে (৫৫) গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মাদকসেবন করে আসছিলেন লাবু। ঘরের আসবাবপত্র চুরি করে বিক্রি করে মাদকের টাকা জোগাড় করতেন তিনি। এতে অতিষ্ঠ হয়ে যায় লাবুর পরিবার। গতকাল বুধবার (১৬ আগস্ট) রাতে লাবুর দুই মামা হাসমত ও হায়দারকে শাসনের জন্য ডেকে আনেন তার বাবা। লোহার রড দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার চেষ্টা করেন তারা। একপর্যায়ে রক্তপাতের পরিমাণ বেশি হলে লাবুকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, লাবু মাদকাসক্ত ছিলেন। তার কর্মকাণ্ডে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। দুই মামার মারধরে গুরুতর আহত হয়ে লাবুর মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই মামাকে আদালতে পাঠানো হয়েছে।