কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগস্ট) কুবি শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমান একজন মানুষ। তিনি রাজনীতির সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একটি মেলবন্ধন তৈরী করে গেছেন। যা বর্তমান প্রজন্মের কাছে আদর্শ হয়ে আছে। তিনি আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে সদা জাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি শহীদ শেখ কামালের আত্নার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এর আগে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে “নির্মল তারুণ্যের অগ্রদূত শেখ কামাল” শীর্ষক এক বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ থেকে।












