আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী সাঈদ মনি ও মাহবুব আলম।
শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমিল্লার চাঙ্গিনি মোড়ে এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাহবুব আলমের বাম পায়ের হাড় ভেঙে যায় ও মাথায় রক্তক্ষরণ হয় এবং সাঈদ মনির ডান পা মচকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা গন্ধমতী রোডে চাঙ্গিনি মোড়ে তাদের মোটরবাইকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এই বিষয়ে তাদের সহপাঠী শিশির ইসলাম বলেন, ‘সাঈদ মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেলেও মাহবুবকে কুমিল্লা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তাকে আজ সকালে একটি বেসরকারী হাসপাতাল স্থানান্তর করার কথা রয়েছে। এবং বিকেল বা সন্ধ্যা নাগাদ পায়ের অপারেশন করা হবে।’












