কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা হলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

প্রতিবেদক
CUMILLA PRESS
আগস্ট ২, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: র‍্যাগিং ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একটি গ্রুপের সাথে দৈনিক যায়যায়দিনের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান কমিটির অর্থ সম্পাদক ইকবাল মনোয়ারের উচ্চবাচ‍্যের ঘটনার প্রাথমিক তদন্তের জন্য তিন সহকারী প্রক্টরকে চার দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদন জমা হলেও সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, গত ২৯ মে (সোমবার) ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা মীমাংসিত হতে যাওয়া ঘটনায় “এই বিচার মানি না। আমাদের ডিপার্টমেন্টের ইস্যুতে ছাত্রলীগ কীভাবে আসে দেখে নিবো।” মন্তব্য করেন তিনি। এর রেশ ধরে ইকবাল মনোয়ারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপের (রেজা গ্রুপ) মধ্যে। এরপর ১ জুন বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের দায়িত্ব পাওয়া তিন সহকারী প্রক্টর হলেন- সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, আবু ওবায়দা রাহিদ, শারমিন সুলতানা।

তদন্ত প্রতিবেদন দেয়ার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা সে ঘটনার প্রত্যক্ষদর্শী যারা ছিলো তাদের সাথে কথা বলে একটি প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দিয়েছি।’

পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটি প্রশাসনের সিদ্ধান্ত। তারা তদন্ত কমিটি করতে পারে ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। বাকিটা প্রশাসন ব্যবস্থা নিবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি দেখা হবে। বর্তমানে তার বিরুদ্ধে যে বক্তব্য বিকৃতির অভিযোগ আছে সেটিরও তদন্ত কমিটি গঠন করা হবে।’