কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সয়দাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনছার আলী জানায়, ভোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।