রাজধানীর মতিঝিলের আরামবাগ একটি বাসা থেকে মোছা. তন্বী আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি- মায়ের সঙ্গে অভিযান করে ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তন্বী আক্তার রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। বর্তমানে মতিঝিলের আরামবাগের ৩৮/১ নম্বর বাসায় মায়ের সঙ্গে থাকতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তন্বীর মামা সোহেল জানান, আমার ভাগ্নি বিভিন্ন জায়গায় ডান্স করতেন, মায়ের সঙ্গে আরামবাগের বাসায় থাকতেন। আজ পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে ওর মা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।