আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। সোমবার (৩১ জুলাই) এগারটায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার এর সভাপতিত্বে ও মার্কেটিং ১৫ তম ব্যাচের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং তাসমিয়া মাহমুদ এর সঞ্চলনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সেই সাথে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং নবীনদের বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমার স্টুডেন্টরা সবসময় নতুন জ্ঞান সৃষ্টি করবে। সেজন্য কেবল রিসার্চ করলেই হবে না। সেগুলো জার্নাল আর্টিকেলে প্রকাশিত হতে হবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কালচার তৈরি করতে হবে। আর সেজন্য স্টুডেন্টেদের সাপোর্ট দরকার।’
তিনি আরও বলেন, ‘আমাদের সময়টা ছিলো আর্টিফিশিয়াল লার্নারের। আমরা বইপত্র মুখস্থ করে পরীক্ষা দিতাম। কিন্তু তোমাদের অথেনটিক লার্নার হতে হবে। বইপত্র পড়লেই হবে না। বইয়ের জ্ঞান বাইরে এপ্লাই করতে হবে। ব্রেইন ইউজ করতে হবে।’
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, ‘নতুনরা এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সময় অতিবাহিত করেছো। তোমাদের ফাস্ট সেমিস্টার ক্লাস শেষ হয়ে সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে। তোমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবহাওয়ার সাথেও পরিচিত হয়েছো। তোমাদের প্রতি আমার উপদেশ হলো এখন থেকেই তোমরা তোমাদের টার্গেটের প্রতি গোল সেট করবে।’












