আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা মহানগর কৃষক লীগের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবিতে) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩১ শে জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করলাম আমাদের ছেলেমেয়েদের জন্য। আমাদের এই প্রতিষ্ঠানটি সবুজ প্রকৃতিতে ভরপুর থাকুক এবং সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে সবুজ বিল্পব ঘটেছিল, বঙ্গবন্ধু সবসময় কৃষির উপর নজর দিয়েছিলেন, কৃষি হচ্ছে আমাদের দেশের অর্থনীতি, বর্তমানে সময়ে দেশের প্রধানমন্ত্রীও কৃষি কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। চারিদিকে সবুজের সমারোহ ছড়িয়ে দিয়েছেন আপনার আজ বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন ঘটাইতেছেন আপনাদের এই যাত্রা শুভ হোক।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা এবং সংগঠনটির বিভিন্ন কর্মীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।












