কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর হাতুড়ির আঘাতে প্রাণ গেলো অন্তঃসত্ত্বা স্ত্রীর

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩১, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সেলিনা বেগম (৩৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছে। স্বজনদের অভিযোগ স্বামী ফয়েজ উদ্দিনের (৪২) হাতুড়ির আঘাতে তার মৃত্যু হয়েছে ।

রোববার দিনগত রাত ২টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ বছর আগে উপজেলার টানকৃঞ্চ গ্রামের জাহের মিয়ার মেয়ে সেলিনা বেগমের সঙ্গে কালিকাপ্রসাদ এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে ফয়েজ উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সেলিনার নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। রোববার রাত ১টার দিকে বাগবিতণ্ডার একপর্যায়ে ফয়েজ ঘরে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে সেলিনার মৃত্যু হয়।

সেলিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় নিহতের ভাই নাহিদ হোসেন। তিনি জানান, আমার বোনের সঙ্গে তার স্বামীর প্রায়ই নানা বিষয়ে নিয়ে ঝগড়া হতো। ফয়েজ আমার বোনের কাছ থেকে প্রায়ই যৌতুকের টাকা দাবি করতো। এসব নিয়ে আগেও কয়েকবার ঝগড়ায় বোনের মাথা ফাটিয়ে দেয়। রোববার রাতেও যৌতুকের টাকা চাওয়া নিয়ে তাদের মধ্য বাগবিতণ্ডা হয়। তার জেরেই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আমার বোনকে মেরে ফেলে।

নিহত সেলিনার ছেলে জীবন আহমেদ (১৭) বলেন, আমি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করি। রাতে বাবা আমাকে ফোন দিয়ে বলে, তোর মা মারা গেছে। এই খবর পেয়ে আজ ভোরে ঢাকা থেকে ভৈরবে এসে মাকে মৃত দেখতে পাই। আমার বাবা প্রায়ই মাকে নির্যাতন করতো। আমাকে লেখাপড়া না করিয়ে ঢাকায় জুতার কারখানায় কাজে পাঠিয়ে দেয়। কিছুদিন আগেও মাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছিল।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক আছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।