আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ নির্বাচন-২০২৩ এর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: মহসিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: আব্দুল্লাহ আল মামুন।
গত মঙ্গলবার (২৫ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মো. আকতার হোসেন ও আরো চার নির্বাচন কমিশনার স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থীতালিকার মাধ্যমে বিষয়টি জানা যায়।
চূড়ান্ত প্রার্থী তালিকা মতে, সভাপতি পদে নির্বাচন করবেন দীপক চন্দ্র মজুমদার ও মোঃ আবদুল মালেক, সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম, নিলয় দত্ত, আলমগীর হোসেন ও মোঃ ফখরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মোঃ সোহাগ হোসেন ও স্বপন রবি দাস, কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন নার্গিস সুলতানা ও মোঃ বিল্লাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করবেন মোঃ মাসুম আলম ও মোঃ মনির হোসেন।
দপ্তর ও আন্তবিশ্ববিদ্যালয় সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান ও মোঃ শওকত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মঃ নাছির উল্লাহ ও মেহেদী হাসান অপু। কার্যকরি সদস্য পদে নির্বাচন করবেন আহাম্মদ আলী, মোঃ ইমরান হোসেন রিপন, মোঃ নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া, কানাই চন্দ্র দাস ও মোঃ আবদুর রহমান।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১০টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।












